বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেট সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:০৫

সিলেটে বিভিন্ন সময় বিজিবির হাতে জব্দ প্রায় ৫ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ২০০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার গত ১০ ফেব্রুয়ারি ২০১৭ হতে ১ জুন ২০১৯ তারিখ পর্যন্ত এসব মাদবদ্রব্য জব্দ করা হয়। বুধবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর বাস্কেটবল মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্য হলো, ৩৬ হাজার ৮৭ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, যার আনুমানিক মূল্য ৫কোটি ৪১ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা। বাংলা মদ ১ হাজার ৬৫৯ লিটার, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা। বিভিন্ন প্রকার ভারতীয় বিয়ার ১ হাজার ৮১২ বোতল, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা।

ফেন্সিডিল ২ হাজার ২৭২ বোতল, যার আনুমানিক মূল্য ৯ লাখ ৮৮ হাজার  টাকা। ইয়াবা ট্যাবলেট ২৫৭ পিস, যার আনুমানিক মূল্য ৭৭হাজার ১শত টাকা। গাঁজা ১০ দশমিক ৬০০ কেজি, যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ১শত টাকা। এবং ভারতীয় বিড়ি ৩ লাখ ৮৪ হাজার পিস, যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫৯ হাজার টাকা।

আরও পড়ুন: সাভারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

এ সময় উপস্থিত ছিলেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ ইউসুফ জামিল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার (চঃ দাঃ) মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, সিলেট জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপ-পরিদর্শক মোঃ হুমায়ূন কবির, সিলেট পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর হারুন অর রশিদ পাঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

ইত্তেফাক/নূহু