শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষক নিয়োগে ভুয়া প্রশ্নপত্র: ১০ লাখ টাকার চেকসহ গ্রেফতার ১

আপডেট : ২১ জুন ২০১৯, ১৭:২১

বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শহরের লতিফপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার হওয়া আলমগীর হোসেন (৩২) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আবেদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল এবং দশ লাখ টাকার দুইটি চেক উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: আওয়ামী লীগ কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, আলমগীর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে চেকের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। বিষয়টি জানার পর আমরা তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দশ লাখ টাকার চেক ও দুইটি মোবাইলসহ গ্রেফতার করি।

তার বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/অনি