শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবি

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৭:৩২

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও ঝাড়ু মিছিল করেছে পল্লী বিদ্যুতের বিক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার পৌর শহরের থানা রোড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।  

এ সময় বক্তারা, প্রি-পেইড মিটারের নানা অসুবিধা ও ভোগান্তির কথা তুলে ধরে তা স্থাপন বন্ধের দাবি জানান। প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এ সময় মহাসড়ক দীর্ঘ যানজটের কবলে পড়ে। 

আরও পড়ুন: অনুমোদনহীন হাসপাতাল বন্ধ করে দিলেন ভ্রাম্যমাণ আদালত

পরে ধামরাই থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমের অনুরোধে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। 

পল্লী বিদ্যুতের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাহ উদ্দিন জোয়ারদার জানান, গ্রাহকরা প্রি-পেইড মিটার চায় না। তারা প্রি-পেইড মিটার স্থাপন না করার জন্য স্মারকলিপি দিয়েছেন।

ইত্তেফাক/অনি