শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘অসুস্থ রোগীদের এসি’র ব্যবস্থা না করে নিজের কক্ষে এসি চালাব না’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৪

সাতক্ষীরার তালা হাসপাতালে অসুস্থ রোগীদের এসি’র ব্যবস্থা না করে নিজের কক্ষে এসি চালাবেন না বলে ঘোষণা দেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের গরমে দুর্ভোগের চিত্র দেখে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। পরে তার ঐকান্তিক প্রচেষ্টায় হাসপাতালটিতে এক সাথে সংযোজন হচ্ছে ১২টি এসি।​

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুরে খুলনা থেকে তালায় আনা হয় ১২টি এসি।  এগুলো দ্রুত সংযোজিত হবে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

হাসপাতাল পরিদর্শন শেষে তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘নিজেকে অপরাধী মনে হচ্ছে। এসি রুমের মধ্যে থাকতে ভালো লাগছে না। ফ্যাক্ট: হাসপাতালে অপারেশনের রোগী গরমের সাথে লড়ছে। রাতের তালা আমাকে বদলে দাও। কাল থেকে নিজের রুমের এসি বন্ধ থাকবে। রোগীদের ব্যবস্থা না করে এসি ব্যবহার করবোনা। দয়া করে রুমে ঢুকে কেউ এসি চালাতে বলবেন না। হাসপাতালের এসি হতেই হবে। এসি হবেই। কোনও ধূলো থাকবেনা। জুতো বাইরে থাকবে। আর বাথরুম থেকে গন্ধ নয় ঘ্রান আসুক।’

আরও পড়ুন: নোয়াখালীতে শিশুসহ গৃহবধূর লাশ উদ্ধার

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, ‘আমি সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। যেখানে সাধারণ মানুষ ভালো থাকতে পারে না আমি কিভাবে ভালো থাকবো? আপনারা হয়তো লক্ষ্য করেছেন, বর্তমান তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ অপারেশনের রোগীরা কি কষ্ট ভোগ করছে। তাই আমি রোগীদের আয়েশের ব্যবস্থা না করে নিজে আয়েশ করবো না। সেটা আমার পক্ষে সম্ভবও না।’

ইত্তেফাক/এমআরএম/এমআর