শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুষ্টিয়ার মিরপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৫:২৮

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি গ্রামের খন্দকার হাসিবুল হকের বাড়ি থেকে একটি পিস্তল ও ১০০পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। হাসিবুল হক (৪০) ইউনিয়নটির ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার পিতার নাম খন্দকার ইয়ার আলী।

১৩ অক্টোবর রবিবার রাত সাড়ে ৯টার সময় অভিযান এ অভিযান চালানো হয়। এ সময় আসামি হাসিবুলের বসত ঘরের খাটের নিচে মাটির মেঝেতে গর্ত পাওয়া যায়। সেখানে বড় মাটির কলসিতে পলিথিন দিয়ে মোড়ানো একটি রেক্সিনের ব্যাগে একটি দেশি তৈরি পিস্তল ও ইয়াবা রাখা ছিলো।

পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসিবুল পালিয়ে গেলেও হাসিবুলের স্ত্রী জলি আক্তার সান্তনা (৩৫) ও ছেলে রাব্বিকে (১৩) কে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: কানাডায় একাধিক স্থায়ী শহীদ মিনারের প্রস্তুতি চলছে

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএন