শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্পকে হারাতে নির্বাচনী লড়াইয়ে মনোনয়ন পেলেন বাইডেন

আপডেট : ০৬ জুন ২০২০, ১৮:৩৮

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়তে চলেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিনেটর জো বাইডেন।

এ জন্য দলটির প্রার্থী হতে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন তিনি।

ডেমোক্র্যাট প্রার্থী হতে তার দরকার ছিল এক হাজার ৯৯১ ডেলিগেট বা প্রতিনিধির সমর্থন। 

গত সপ্তাহে ডিসট্রিক্ট অব কলম্বিয়া এবং ৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি শেষে এক হাজার ৯৯৫ ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেছেন জো বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার প্রাইমারিগুলোর ফল প্রকাশ হয়েছে।

বাইডেনকে এখন দলীয় কনভেনশনের জন্য অপেক্ষা করতে হবে। ডেমোক্র্যাটদের এই কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। 

তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

এদিকে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ব্যর্থতা ও কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে চাপে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আর এসব ইস্যুকে সামনে নিয়ে ট্রাম্পকে হারাতে বাইডেন নভেম্বরের নির্বাচনী প্রচারণায় নামতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সাবেক এ মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘গর্বের সঙ্গে বলছি, সাধারণ নির্বাচনে আমরা একটি ঐক্যবদ্ধ পার্টি হিসেবে অংশ নেবো।’

ইত্তেফাক/জেডএইচ