শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৪ আগস্টে কালো দিবস পালন করবে সিন্ধু-বেলুচ, পাশতুনরা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:১২

পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট। এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি গোষ্ঠী। পাকিস্তানের সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

কালো দিবস পালনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যানার বানানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘আমরা এই তথাকথিত স্বাধীনতা স্বীকার করি না)।

মুত্তাহিদ কওমি মুভমেন্ট সংঘটনের প্রধান আলতাফ হুসেইন বলেছেন, ‘কালো দিবসে র‌্যালি করবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া এবং অন্যান্য বিদেশি ইউনিটগুলো।’

তিনি বলেন, ‘১৪  আগস্ট পাকিস্তানের ৭৩তম স্বাধীনতা দিবসের দিনে সিন্ধি, বেলুচ, পাশতুনরা দাসত্ব দিবস হিসেবে ও অত্যাচারের বিরুদ্ধে সরব হবে।’ 

করোনা মহামারির কারণে ১৪ আগস্ট কম লোক কর্মসূচিতে অংশ নিতে পারলেও সবার সমর্থন চেয়েছেন মুত্তাহিদ কওমি মুভমেন্টের প্রধান। এ দিনে বেলা ১২টায় এই কর্মসূচি শুরু হবে। 

ইত্তেফাক/জেডএইচ