শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পরমাণু সমঝোতার ক্ষতি করতে মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হবে: রুহানি

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৯:৪৩

পরমাণু সমঝোতাকে ক্ষতিগ্রস্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া ষড়যন্ত্রও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

বুধবার মন্ত্রীসভার বৈঠকে রুহানি বলেন, পরমাণু সমঝোতাকে ঘায়েল করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহারের একটি ধারাকে অপব্যবহারের চেষ্টা করছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। কারণ পরমাণু সমঝোতার পক্ষগুলো অথবা তাদের যেকোনো এক সদস্যই কেবল ইশতেহারের ওই ধারা ব্যবহার করতে পারবে। কিন্তু আমেরিকা অনেক আগেই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। এ কারণে তারা এই ধারা ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুন: সংঘর্ষের পর সিরিয়ার আকাশে বিধ্বস্ত মার্কিন ড্রোন 

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আজীবন থাকবে না। ইরান সরকার মার্কিন নিষেধাজ্ঞাকে অকার্যকর করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গালে চপেটাঘাত করেছে। পার্সটুডে ।

ইত্তেফাক/আরআই