শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিমকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০৮:৫১

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠকের বিষয়ে তিনি এই চিঠি পাঠিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। চিঠিটি পিয়ংইয়ংয়ে গিয়ে এক মার্কিন কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন।

জানা গেছে, উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং চোল উত্তর কোরিয়ার পক্ষে সমঝোতায় নিয়োজিত। তিনি শিগগিরই ওয়াশিংটন সফর করবেন এবং দ্বিতীয় বৈঠক নিয়ে আলোচনার করবেন।

আরো পড়ুন: ইইউতে থাকছে ব্রিটেন!

ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠককে সমর্থন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন।-এনডিটিভি।

ইত্তেফাক/মোস্তাফিজ