ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যার তীব্র নিন্দা জানাল সিরিয়া ও হামাস

ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও উপ প্রতিরক্ষামন্ত্রী মোহসেন ফাখরিজাদে’র হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ ও হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে টেলিফোন করে এ নিন্দা প্রকাশ করেন।
আলাদা আলাদা টেলিফোনালাপে মিকদাদ ও হানিয়া ইরানি পরমাণু বিজ্ঞানীর শাহাদাতের ঘটনায় ইরানের সরকার ও জনগণকে সিরিয়া ও ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।
ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় শহীদ হন। তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদে’কে বহনকারী গাড়িতে হামলা চালায়।
আরও পড়ুন: অবৈধ অভিবাসীদের ঠৈকাতে ব্রিটেন-ফ্রান্সের নতুন চুক্তি স্বাক্ষর
ইরানের এই শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ভেনিজুয়েলা ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীরাও ফাখরিজাদে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, আমেরিকার সবুজ সংকেত নিয়ে সীমান্ত অতিক্রমী এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
ইত্তেফাক/এএইচপি