প্রায় সাত দশক পর যুক্তরাষ্ট্রে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর

লিসা মন্টগোমারি। ফাইল ছবি।
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৬:৫৫, ১৩ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
যুক্তরাষ্ট্রে প্রায় সাত দশক পর বুধবার এ প্রথম কেন্দ্রীয়ভাবে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সূত্র এ তথ্য নিশ্চিত করে।
লিসা মন্টগোমারি (৫২) নামের ওই নারী ২০০৪ সালে মিসৌরি রাজ্যে এক গর্ভবতী নারীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার পেট কেটে গর্ভস্থ শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।
আরো পড়ুন: ব্রাজিলে চীনা ভ্যাকসিনের কার্যকারিতা শতকরা ৫০ ভাগ
বিচারে লিসাকে দোষী সাব্যস্ত করা হয়। গত বছরের ৮ ডিসেম্বর তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে মৃত্যুদণ্ডের তারিখ স্থগিত করা হয়। পরে ইউএস ডিসট্রিক্ট কোর্টের আপিল বিভাগের তিন বিচারক চলতি মাসের ১২ তারিখে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। এপি।
ইত্তেফাক/এএইচপি