শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে ভ্যাকসিন নিয়ে ৫১ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া, একজন আইসিইউতে 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২১:১১

করোনা ভ্যাকসিন গ্রহণের পর ভারতের রাজধানী দিল্লিতে অন্তত ৫০ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরমধ্যে এক জনের অবস্থা কিছুটা সঙ্কটজনক। তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

জানা গেছে,  শনিবার প্রথম দিন দিল্লিতে মোট ৪ হাজার ৩১৯ জন স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে ৫১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাদের মধ্যে হাসপাতালের নিরাপত্তারক্ষী ২২ বছরের এক যুবকের অবস্থা সামান্য সঙ্কটকজন। তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। মন্ত্রী বলেন, ‘‘৫০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। সামান্য পর্যবেক্ষণে রাখা হয়েছিল।’

 অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ‘কোভিশিল্ড’ ভারতে উৎপাদন করেছে সেরাম ইনস্টিটিউট। এছাড়া ভারতীয় কোম্পানি বায়োটেক তৈরি করেছে  ‘কোভ্যাক্সিন’। এই দুই  ভ্যাকসিনকেই জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত।  

ইত্তেফাক/এআর