শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সসেজ খেতে চেয়েছেন চীনের খনিতে আটকা পড়া ১২ শ্রমিক 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৯:৫৪

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ইয়ানতাই শহরে  সোনার খনিতে  আটকে পড়া ১২ জন শ্রমিক শুকরের মাংসের সসেজ খেতে চেয়েছেন। পাশাপাশি ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তারা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন ঐ শ্রমিকরা। এছাড়া তারা একটি নোটও পাঠিয়েছেন  যেখানে তারা উদ্ধার চেষ্টা বন্ধ না করার জন্য অনুরোধ করেছেন। তবে সোনার খনিতে আটকে পড়া শ্রমিকদের মধ্যে এখনো ১০ জন নিখোঁজ রয়েছে। 

 এর আগেও আটকা পড়া শ্রমিকরা দুর্ঘটনার সাত দিন পর উদ্ধারকারীদের কাছে একটি নোট পাঠাতে সক্ষম হয়েছিলেন।  ঐ নোটে তারা নিজেদের জীবিত থাকার কথা জানান। 

১০ জানুয়ারি চীনের শ্যানডং প্রদেশের ইয়ানতাই শহরের নিকটবর্তী  হুশান খনিতে একটি বিস্ফোরণে খনি থেকে বের হওয়ার পথ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে ওই ২২ শ্রমিক নিচে আটকা পড়েন।  

ইত্তেফাক/এআর