শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নামতে দেয়নি চীন, রানওয়ে না ছুঁয়েই ফিরে গেলো বিমান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩

এয়ার নিউজিল্যান্ডের একটি বিমান চীনা বিমানবন্দরে অবতরণের অনুমতি না পেয়ে সাংহাই থেকে অকল্যান্ড ফিরে গেছে। নিরাপদেই একটানা পাঁচ ঘণ্টা আকাশে ওড়ার পর স্বদেশে নেমেছে বিমানটি। খবর স্ট্রেইট টাইমসের।

চীনের দাবি, বিমানটির কারিগরি সমস্যা ছিলো যা অনুমতি না দেয়ার জন্য যথেষ্ট। তবে এ দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছে এয়ার নিউজিল্যান্ড।

জানা গেছে, রোববার বিমানটি অকল্যান্ড থেকে সাংহাইয়ের উদ্দেশে যাত্রা করে। কিন্তু অবতরণের আগে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়,চীনে অবতরণের অনুমতি নেই এই বিমানের।

এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট এনজেড-টুএইটনাইন অকল্যান্ড থেকে সাংহাইয়ের উদ্দেশে যাত্রার পাঁচ ঘণ্টা পর আবারও অকল্যান্ডে ফিরে আসে। অবতরণের জন্য চীনা কর্তৃপক্ষ অনুমোদন না থাকায় এটা করতে হয়।

আরও পড়ুনঃ মদিনায় মায়ের সামনে শিয়া শিশুর শিরশ্ছেদ

বিমানে থাকা মার্কিন শিক্ষক এরিক হান্ডম্যান নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান ‘পাইলট হঠাৎ বলেন এই বিমানকে অবতরণের অনুমতি দেয়নি চীন। আমাদের ফিরে যেতে হবে।’

তিনি বলেন, ‘অবতরণের অনুমোদনের বিষয়টি নিশ্চিত না হয়ে কিভাবে বিমানটি ‍উড্ডয়ন করলো সেটাই একটা আশ্চর্যের বিষয়।’

ইত্তেফাক/টিএস