শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্প ‘পাগল প্রেসিডেন্ট’: ইরান

আপডেট : ২১ মে ২০১৯, ১৩:৫৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘পাগল প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান। খবর সিএনএনের।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হোসেন আমির-আব্দুল্লাহ সোমবার সিএনএনকে দেয়া এক সাক্ষাত কারে বলেন, ট্রাম্প একজন ‘পাগল প্রেসিডেন্ট’ যার হুমকিতে কোন কাজ হবে না। 

এছাড়া ট্রাম্প প্রশাসনকেও ‘বিভ্রান্তকর’ হিসেবে উল্লেখ করেন তিনি।    

ওই কর্মকর্তা আরো বলেন, ট্রাম্প যদি আলোচনা করতে চায় তাহলে তাকে শুধু শ্রদ্ধাই (ইরানের প্রতি) দেখাতে হবে না সংগতিপূর্ণ বার্তাও নিয়ে আসতে হবে।  

‘ট্রাম্প মনে করেন, তিনি নিষেধাজ্ঞার নামে ইরানের মাথায় বন্দুক তাক করে আছেন, এবং তিনি ইরানের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছেন,’ বলেন ওই কর্মকর্তা।

তিনি আরো বলেন, এসব ট্রাম্পের কল্পনা। তিনি এখন চাচ্ছেন আমরা তাকে আলোচনার জন্য ডাকি?     

আরো পড়ুন: তবুও নিশ্চুপ মোদি! 

অন্যদিকে সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমেরিকার স্বার্থে আঘাত হানলে ইরানকে ‘বৃহৎ বাহিনী’র সঙ্গে লড়তে হবে।

ইত্তেফাক/এসআর