বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের ঘোষণা

আপডেট : ২৪ মে ২০১৯, ১৯:২৯

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। শুক্রবার লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে মে তার বিদায়ের কথা জানান। 

বিবিসির খবরে বলা হয়, পদত্যাগ করলেও কনজারভেটিভ পার্টির একজন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ব্যাপারে তার নতুন পরিকল্পনা মন্ত্রীসভায় ও পার্লামেন্টে অনুমোদিত হবে না এটা স্পষ্ট হওয়ার পরই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। 

দুঃখভরাক্রান্ত কণ্ঠে মে বলেন,  ‘আমি খুব শিগগিরই আমার দায়িত্ব ছেড়ে দিচ্ছি। এই দায়িত্ব আমার আমার জন্য সম্মানের ছিল।’ 

তিনি আরো বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। দেশের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’ 

মে জানান, তিনি আশা করেন তার উত্তরসূরি যিনি হবেন তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারবেন। 

ব্রেক্সিট কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনাটি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অনুমোদন পেয়েছিল, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে এটি তিন বার তুলেও তা পাস করাতে ব্যর্থ হন তিনি।

ইত্তেফাক/জেডএইচ