শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দোষী সাব্যস্ত হলেন ইসরাইলি প্রধানমন্ত্রীর স্ত্রী

আপডেট : ১৬ জুন ২০১৯, ১৯:১২

ইসরাইলের একটি আদালত রোববার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে সরকারি তহবিল তছরুপের জন্যে দোষী সাব্যস্ত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সারার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যক্তিগত ডিনার পার্টিতে খরচ করেছেন। দায় স্বীকার করায় তার বিরুদ্ধে লঘু শাস্তিযোগ্য অভিযোগ আনা হয়েছিল।

আরও পড়ুন: সেই কিশোর মুর্তাজার মৃত্যুদণ্ড বাতিল করছে সৌদি!

আদালত নেতানিয়াহুকে জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আভিতাল চেন এই রায় অনুমোদন করেন।

ইত্তেফাক/টিএস