শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে ২ মুসলিমকে 'জয় শ্রী রাম' বলতে জোর-জবরদস্তি, প্রাণনাশের হুমকি

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৪:১৪

ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ফের দুই মুসলিম যুবককে 'জয় শ্রী রাম' বলতে জোর-জবরদস্তি করার অভিযোগ উঠেছে।  'জয় শ্রী রাম' না বললে প্রাণ হারাতে হবে বলে হুমকিও দেয় অভিযুক্তরা।  

ঘটনার শিকার শেখ আমের বলেন, রবিবার রাতে বন্ধুর সঙ্গে কাজে যাবেন বলে বেরিয়েছিলেন। হুট করে একটি গাড়িতে এসে তাদের ঘিরে ফেলে একদল দুষ্কৃতি।    

আমেরের কথায়, ওরা আমাদের ‘জয় শ্রী রাম’ বলতে বলল। আমরা রাজি হইনি। ওরা আমাদের মারেনি। কিন্তু আমাদের ভয় দেখায় তারা। এরপর পালিয়ে যায়। 

পুরো এই ঘটনার দৃশ্য ওই এলাকার সিসিটিভিতে ধারন হয়। এরপর ওই এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

ঔরঙ্গাবাদের পুলিশ কমিশনার চিরঞ্জীবী প্রসাদ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মানুষের কাছে আবেদন, কোনও গুজবে কান দেবেন না। এলাকায় শান্তি বজায় রাখুন।

আরও পড়ুন: পর্তুগালে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে কাজ করছে ১৭শ’ দমকল কর্মী

এর আগে গত ১৯ জুলাই ঔরঙ্গাবাদে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে জয় শ্রী রাম বলতে বাধ্য করে একদল অজ্ঞাতকারী। তথ্যসূত্র: ফার্স্ট পোস্ট, ইন্ডিয়া টুডে। 

ইত্তেফাক/এসআর