শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হংকংয়ে মসজিদে জলকামান নিক্ষেপের জন্য ক্ষমা চাইলেন ক্যারি ল্যাম

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৮:৫৫

হংকংয়ে একটি মসজিদে জলকামান নিক্ষেপ করার ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। সোমবার তিনি মসজিদটি পরিদর্শনে গিয়ে মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। খবর রয়টার্স।

এর আগে, রবিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে। সে সময় ভুলবশত গুরুত্বপূর্ণ ওই মসজিদে জলকামান নিক্ষেপ করা হয়। পরে সোমবার সকালে কোলোন জেলায় অবস্থিত মসজিদটি পরিস্কারের কাজ চলার সময় সেখানে পরিদর্শন করেন ক্যারি ল্যাম। সে সময় তিনি ইসলামি নেতাদের প্রতি তার সমবেদনা প্রকাশ করতে শাল দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন। 

জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তিনি। তার আগেই ওই মসজিদ পরিদর্শন করলেন ল্যাম। এদিকে গতকালও হংকংয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। আর পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে।