চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে এম এ সালাম এবং সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান আতা নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মহানগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিলরদের অধিবেশন শেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভাপতি পদে এম এ সালাম পেয়েছেন ২২৩ ভোট এবং এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান পেয়েছেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।
আরও পড়ুন: রাজশাহীতে অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম বেদার জানান, কাউন্সিলে ভোটাভুটির আগে প্রার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের চেষ্টা করা হয়। তবে সে চেষ্টা সফল না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। ৩৬৬ জন কাউন্সিলরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৫২ জন।
ইত্তেফাক/নূহু