ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই আজ দেশে উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় যোগাযোগের ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। বিগত কোন সরকারই এমন উন্নয়ন করতে পারেনি।
নিক্সন চৌধুরী বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাষানচর ইউনিয়নের এলজিইডি বাস্তবায়নে এইচবিবি দ্বারা রাস্তার ফলক উন্মোচন ও একটি ব্রীজ উদ্বোধন শেষে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির বেপারীর সভাপতিত্বে এক পথ সভায় এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার প্রয়োজন। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মমিন প্রমুখ।
ইত্তেফাক/এনঅ