বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পরীক্ষায় ফেল করে ভাঙচুর করলো ছাত্রলীগ!

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:২৭

পরীক্ষায় ফেল করায় রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানের চেম্বারসহ দুটি কক্ষে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসময় করোনা পরীক্ষার জন্য ব্যবহৃত পিসিআর ল্যাবে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ ধরনের ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি বিভাগের সাপ্লিমেন্টারী পরীক্ষার ফল ঘোষণা করা হয় বুধবার। যেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী ফেল করেন। যারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। ফল ঘোষণার পরপরই ছাত্রলীগের নেতা কর্মীরা মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তাকিনুর রহমানের চেম্বারে প্রবেশ করে চেয়ার টেবিলসহ আসবাব পত্র ভাংচুর করে। এরপর তার অফিস সহকারীর কক্ষসহ বাইরে থাকা কয়েকটি চেয়ার ভাংচুর করে। সেই সঙ্গে করোনা পরীক্ষা করার পিসিআর মেশিনের দরজায় তালা ঝুলিয়ে দেয়।

পিসিআর ল্যাবে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। ছবি: ইত্তেফাক

এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবীর সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান। সেখানে তারা অভিযোগ করেন, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. তাসকিনুর রহমান আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপি সমর্থক। ছাত্রলীগ নেতাদের দাবী, তিনি ইচ্ছাকৃত ভাবে বেছে বেছে ছাত্রলীগের নেতা কর্মীদের ফেল করিয়ে দিয়েছেন। তারা এ ঘটনার বিচার দাবি করেন। 

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ কোনো নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। অপরদিকে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নুরন্নবী লাইজু বলেন, শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা। তবে কোনো ভাংচুর হয়নি বলে দাবি করেন তিনি।  

 

ইত্তেফাক/এসআই