রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গ্রিল না কেটেই ঘরে ঢুকলো চোর

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১১:১৭

জানালার গ্রিল না কেটেই ঘরে ঢুকে যাচ্ছেন চোর। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর ডেমো হিসেবে গ্রিল না কেটে ঘুরে ঢুকে দেখিয়েছেন ওই চোর। 

গত ১৭ জানুয়ারি ভিডিওটি ভারতের পুলিশ কর্মকর্তা রুপিন শর্মা টুইটারে শেয়ার করেছিলেন। এরপর তা ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, পুলিশের পোশাক পরা একজন কর্মকর্তা চোরের হাতকড়া খুলে দেন। এরপর ওই চোরটি ঘরে প্রবেশের কৌশল প্রদর্শন করে। সে জানালার গ্রিলের একটি বর্গক্ষেত্র দিয়ে তার শরীরকে তির্যকভাবে ঢোকান। এরপর কোনও শব্দ ছাড়াই এক মিনিটেরও কম সময়ে চোরটি ঘরে প্রবেশ করে।

ইত্তেফাক/টিআর