চলতি আমন মৌসুমে কমলগঞ্জ উপজেলার খাদ্যগুদামে সরকারিভাবে ধান সংগৃহীত হয়েছে মাত্র ১৯ শতাংশ। তবে এত কম ধান সংগ্রহের কারণ হিসেবে সরকারিভাবে ধানের মূল্য কম থাকা ও ধানের বর্তমান বাজারদরকেই প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার দুটি খাদ্যগুদামে ১ হাজার ১৮৭ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। তবে ২৪ জানুয়ারি পর্যন্ত ধান সংগৃহীত হয়েছে মাত্র ২২৯ টন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দীপক মণ্ডল বলেন, খাদ্য মন্ত্রণালয় ধানের যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তার থেকে বাজারের ধানের মূল্য বেশি। যার জন্য সরকারি গুদামে ধান বিক্রি করতে কৃষকদের আগ্রহ কম। এ ছাড়াও সার্বিক খরচ বিবেচনা করে কৃষকরা এলাকার বাজারে কাছাকাছি দামে বিক্রি করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।