দেশের ফ্রিল্যান্সাররা এখন থেকে বিকাশের মাধ্যমে দেশে পেমেন্ট আনতে পারবেন। দিন রাত ২৪ ঘণ্টা রিয়েল টাইমে এই টাকা বিকাশে চলে আসবে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অনলাইন প্ল্যাটফর্মে বিকাশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এখন সারা বিশ্ব থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেওনিয়ার-এর মাধ্যমে মূহুর্তেই ফ্রিল্যান্সারদের পেমেন্ট আসবে বিকাশে। দিন রাত ২৪ ঘণ্টা রিয়েল টাইমে এই সেবা আসার সুবিধা দ্রুত বিকাশমান ফ্রিল্যান্সিং সেক্টরে আরও গতিশীলতা আনবে এবং দেশের বৈধ পথে রেমিটেন্স প্রবাহকে আরও বেগবান করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেন। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এখন থেকে দ্রুততার সঙ্গে নিরাপদে ফ্রিল্যান্সাররা তাদের উপার্জিত অর্থ দেশে আনতে পারবে। এই উদ্যোগের ফলে দেশে আরও ফ্রিল্যান্সার তৈরি হবে।
প্রতিমন্ত্রী বলেন, অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউট-এর গবেষণায় উঠে এসেছে, অনলাইন আউটসোর্সিং-এ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য। গত ১৩ বছরে সরকারের বিভিন্ন ধরণের উদ্যোগ ও নীতি সহায়তায় ২০ লক্ষ তরুণ-তরুণীর প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান তৈরি হয়েছে যা আরও সম্প্রসারণের জন্য কাজ করছি আমরা।
বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেই পেওনিয়ারের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে পেওনিয়ারের চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন বলেন,‘সম্ভাবনাময় বাংলাদেশি উদ্যোক্তাদের উপর বরাবরই আমাদের আস্থা রয়েছে। বিকাশের সাথে এই অংশীদারিত্ব আমাদের বিনিয়োগ ও স্থানীয় গ্রাহকদের সেরা সেবা দেওয়ার প্রতিশ্রুতিকেই ব্যক্ত করে। আমাদের অন্যতম লক্ষ্য হলো, বিশ্বের প্রতিটি প্রান্তে সব ধরনের ডিজিটাল ব্যবসায় প্রবৃদ্ধির অংশ হওয়া।
অনুষ্ঠানে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, পেওনিয়ার এর রিজিওনাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রোহিত কুলকার্নি ও চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।