ফোকলোর বিভাগের উদ্যোগে, মুহম্মদ মনসুর উদ্দীন পাঠকক্ষ, ড. মযহারুল ইসলাম গবেষণাগার, চন্দ্রকুমার দে জাদুঘর ও মহাফেজখানা -এর শুভ উদ্বোধন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
এছাড়াও ফোকলোর বিভাগে ‘শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড’ গঠিত হয়েছে। গবেষক, প্রাবন্ধিক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক শাহিদা খাতুন এই ফান্ড গঠনের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
বুধবার (৬ এপ্রিল)অনুদানের চেক বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর-এর হাতে তুলে দেন এবং বিভাগের পাঠকক্ষ ও গবেষণাগার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মো. বাকীবিল্লাহ, বাংলা একাডেমির উপ-পরিচালক আমিনুর রহমান সুলতানসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।