ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ ৮ দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, ঈদুল ফিতর ও শবে ক্বদর উপলক্ষ্যে সরকারি ছুটিসহ আগামী ৬ মে পর্যন্ত মোট ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, চতুদের্শীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন তথা বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার এন্ড অয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৭ মে শনিবার থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম সুপারেনটেনডেন্ট আব্দুর রাজ্জাক ও শহীদুল ইসলাম জানান, ঈদ উপলক্ষ্যে এক সপ্তাহ বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে এবং আগামী ৭ মে শনিবার সকাল থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে।
ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, সরকারি বিধিনিষেধ থাকলেও নতুন কোন সিদ্ধান্ত এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।