শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নোয়াখালীতে দুঃস্থদের জন্য 'শতমুখের ইফতার'

আপডেট : ০১ মে ২০২২, ১৯:৪৪

পবিত্র মাহে রমজানে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন' (এসএইচবিও)-র পরিচালনা করেছে মাসব্যাপী ইফতার আয়োজন- 'শতমুখে ইফতার।'

নোয়াখালীর সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনে রমজানের প্রথম দিন থেকে রোজ সন্ধ্যায় দেখা মেলে অভূতপূর্ব এক দৃশ্যের। প্ল্যাটফর্মের দুই পাশে মুখোমুখি মানুষ, বসে আছে সারিবদ্ধভাবে। শৃঙ্খলার সাথে তাদের ইফতারের খাবার দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। আজানের ধ্বনির সাথে সাথে তাদের মুখে উঠছে খেজুর কিংবা শরবত সহ নানা পদের খাবার।

প্রতিদিন ১০০ জনকে ইফতার করানোর কথা থাকলেও তারচেয়ে বেশি হয়। অসহায়, ছিন্নমূল মানুষের পাশাপাশি পথচারীরাও ইফতারে শামিল হন। তা নিয়ে অবশ্য খুশিই সংশ্লিষ্টরা।

আয়োজনের প্রধান সমন্বয়ক ফাহিদা সুলতানা বলেন, 'আল্লাহর রহমতে প্রতিদিন যত জন আসেন, প্রত্যেকে পর্যাপ্ত তৃপ্তি নিয়ে ইফতার করেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করি।'

একটি সংগঠনে অনেক রকম লোক থাকেন। কেউ আর্থিকভাবে সহায়তা করেন, কেউ কায়িক শ্রম দেন, কেউবা মনস্তাত্ত্বিক। সবকিছুর মিশেলে তৈরি হয় একেকটি ফলপ্রসূ আয়োজন। সেটিই মনে করিয়ে দিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আরিফ আহমেদ। তিনি বলেন, 'এই ধরনের কাজে চ্যালেঞ্জ বেশি। সন্ধ্যা হলে ভিড় জমে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখন পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আয়োজনটি।'

১০০ জনের ইফতারে মাথাপিছু ৪০ টাকা হারে দৈনিক প্রাথমিক খরচ ৪ হাজার টাকা। সংগঠনের নিজস্ব তহবিলের পাশাপাশি আশপাশের স্বচ্ছল ও স্বাবলম্বী মানুষদের সহায়তায় প্রতিদিন আয়োজন করা হয় 'শতমুখে ইফতার' এর।

ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন