শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাভারে পোশাক কারখানায় মেশিন চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২২, ১৮:৫৩

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় মেশিন সরাতে গিয়ে সেই মেশিনের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ মে) রাতে সাভারের শোভাপুর এলাকায় অবস্থিত কাজী আবেদীন টেক্স লিমিটেড নামক তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে৷ নিহত ওই শ্রমিকের নাম তারা মিয়া (৪০)। সে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার মো. সিরাজ মিয়ার ছেলে। তারা মিয়া কাজী আবেদীন টেক্স লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করে আসছিলো। 

জানা গেছে, শনিবার রাতে কারখানার ভিতরে মেশিন সারানোর কাজ চলছিল। এসময় তারা মিয়া সেই কাজে সহযোগীতা করছিলেন। হঠাৎ একটি মেশিন তারা মিয়ার উপরে গিয়ে পড়লে গুরুতর আহত হন তিনি। এসময় কারখানার অন্যান্য শ্রমিকরা তারা মিয়াকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে জানতে কারখানার কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। 

শিল্প পুলিশ-১-এর সাভার জোন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী বলেন, শনিবার রাতে কারখানায় একটি মেশিনের নিচে চাপা পড়ে আহত হয় তারা মিয়া। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এঘটনায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

ইত্তেফাক/এমএএম