শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসুদ খান নামে এক ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি পাকস্থলীতে করে ইয়াবা বহন করছিলেন। পরে তার পেট থেকে ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাসুদ চাঁদপুরের রুহুল আমিন খানের ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার রাত ১২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন যে পাচারের উদ্দেশ্যে তিনি পেটের মধ্যে ইয়াবা বহন করেন। টয়লেটে গিয়ে প্রাকৃতিক কার্যের মাধ্যমে ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।