নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ মে) উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদত হুসেইন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আমিনুল কবীর, খাদ্য পরিদর্শক সাবরিন মোস্তারিন, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, মিরাট ইউপি চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, উপজেলা মিল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হোসেন খাঁন প্রমুখ।
চলতি মৌসুমে উপজেলায় সরকারিভাবে ৪০ টাকা কেজি দরে ২ হাজার ৮৫৫ মেট্রিক টন চাল ও ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৫৮০মেট্রিক টন ধান ক্রয়ের বরাদ্দ দেওয়া হয়েছে।