শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে বাপ্পি-অনিক

আপডেট : ১৪ জুন ২০২২, ১৩:৫৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। 

১৩ জুন (সোমবার) বিকেলে  বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে ডিবেটিং সোসাইটির সদস্যদের ভোটে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে মাধ্যমে নতুন কমিটি  নির্বাচিত করা হয়।

এবারের কমিটিতে ভিপি হয়েছেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শফিক বাপ্পি এবং জিএস এর দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান অনিক।

 এছাড়া ২৪ সদস্যের এই কমিটিতে অফিস সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুমিনুর মুহিত এবং প্রচার সম্পাদক হয়েছেন তানজিম হাসান।

ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্ব নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের বিতর্কপ্রেমী শিক্ষার্থীরা।

উল্লেখ্য; বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান পদাধিকার বলে ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করে থাকে।

ইত্তেফাক/এআই