প্রায় ৫ বছর পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ২৯ জুন (বুধবার) ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেকৃবি ছাত্রলীগকে সম্মেলনের নির্দেশ দেওয়া হয়। যথাযথ স্বাস্থ্য সুরক্ষা মেনে নির্ধারিত তারিখে সম্মেলনের আয়োজন করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, সম্মেলন সফল করতে ওই ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। অতিথি কে কে থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম উপস্থিত থাকবেন।
দীর্ঘদিনে ধরে পদ প্রত্যাশীদের চাওয়া ছিল নতুন সম্মেলন ও নতুন নেতৃত্ব। সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরারা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ নভেম্বর এস এম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য শেকৃবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।