শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেবীগঞ্জে তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

আপডেট : ১৩ জুলাই ২০২২, ২০:০৭

দেবীগঞ্জে গত এক সপ্তাহ ধরে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড রৌদ্রের তাপে জনজীবন বিপর্যস্ত। রৌদ্রের তাপে প্রাণিকুলও হাঁপিয়ে উঠছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য লোকজন গাছের নিচে বসে অলস সময় কাটাচ্ছেন।

এদিকে, গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুসহ বৃদ্ধরা। অন্যান্য রোগীর সংখ্যাও বাড়ছে। কৃষকরা মাঠে কাজ করতে না পেরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। 

বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, রাস্তাঘাট দিনের বেলায় অনেকটাই ফাঁকা থাকছে। ভ্যানচালকেরা ভ্যান চালাতে পারছেন না। শ্রমিকরাও কাজ করতে পারছেন না মাঠে। এতে করে জমির মালিকেরাও পড়ছেন বিপাকে।

জমির মালিকেরা জানিয়েছেন, এখন পাট কাটার সময়। কিন্তু শ্রমিকরা কাজ না করায় জমির পাট কাটা যাচ্ছে না। ফলে পাটখেতে পাটগাছ শুকিয়ে যাচ্ছে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এনায়েতুর রহমান জানান, রৌদ্রের তাপ ও প্রচণ্ড গরমে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে অন্য রোগীর সংখ্যাও বেড়েছে। হাসপাতালে অনেক রোগী এসে ভর্তি হচ্ছেন। আমরা রোগীর চাপ সামলে নিচ্ছি। 

 

ইত্তেফাক/এআই