বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন করে আরও ৯৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি 

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৯:৫৩

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২৫ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২২৭ জন এবং অন্যান্য বিভাগে ৭৪ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ২ হাজার ৩০৫ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৯৫১ জন এবং ঢাকার বাইরে ৩৫৪ জন। হাসপাতাল থেকে মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৯৯৬ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৭২১ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ২৭৫ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন।

ইত্তেফাক/জেডএইচডি