শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পূবালী ব্যাংক-এর ডিজিটাল নিরাপত্তা অপারেশন প্রকল্প উদ্বোধন  

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৪:০০

পূবালী ব্যাংক সম্প্রতি গ্রাহকসেবা উন্নয়নের জন্য ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা আই বি এম এবং দেশের অন্যতম এন্টারপ্রাইস সলিউশনস প্রোভাইডার ওমেগা এক্সিম লিমিটেড-এর সহায়তায় পূবালী ব্যাংক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থায় কিউ রাডার সলিউশনস-এর সিম (SIEM) এবং সোর (SOAR) নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করছে।     

বুধবার (২১ সেপ্টেম্বর) পূবালী ব্যাংক-এর প্রধান কার্যালয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাঙ্ক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী, এ এম ডি, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, জি এম, আই সি টি অপারেশন্স, জনাব অসীম কুমার রায়, জি এম, কার্ড ডিভিশন, জনাব ইন্দ্র মোহন সূত্রধর, জি এম, সফটওয়্যার ডিভিশন, মিস আজুবা খন্দকার, জি এম, সফটওয়ারে ডিভিশন।

ই ওয়াই (EY) এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব মুইজ তাসনিম তাকী, ভাইস প্রেসিডেন্ট এবং ওমেগা এক্সিম এর পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাকসুদ বেগ, পরিচালক, এবং জনাব রেজওয়ান আলী, পরিচালক। প্রকল্প টি আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণ হবে।

ইত্তেফাক/এআই