ড্যাফোডিল স্মার্ট সিটিতে সাংবাদিকতা,মিডিয়া এবং যোগাযোগ বিভাগের আয়োজনে 'অন স্ক্রিন পারফরম্যান্স' শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরীর কবি নজরুল এডুপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জনপ্রিয় হোস্ট "খেলবেই বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা কাজী সাবির। কর্মশালায় সাংবাদিকতা ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে কাজী সাবিরকে বরণ করে নেন। কর্মশালার শুরুতে সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের সিনিয়র লেকচারার রাশেদ রাতুল উপস্থিত সবাইকে শুভেচ্ছা-বার্তা জানান।
তথ্যনির্ভর সাংবাদিকতায় তারুণ্যের ভবিষ্যৎ হোস্ট বা প্রেজেন্টেশন স্কিল ডেভেলপের লক্ষ্যে "অন স্ক্রিন পারফরম্যান্স" কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে অনেকভাবে উপকৃত হবেন বলে মন্তব্য করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা,মিডিয়া এবং যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান আফতাব হোসেন ।