শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আইটি ক্লাবের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৮:১৬

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আইটি ক্লাবের আয়োজনে রবিবার (১৮ ডিসেম্বর) সকালে মহাখালী ক্যাম্পাসে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট' শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রামিং হিরোর প্রতিষ্ঠাতা ও সিইও ঝংকার মাহবুব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ। আইএসইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ লুৎফর রহমান।

এইচ টি এম কাদের নেওয়াজ বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে, শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে চলার কোন বিকল্প নেই। আইএসইউ আইটি ক্লাবকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। 

যুক্তরাষ্ট্রের নেলসন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি তরুণ ঝংকার মাহবুব বলেন, শিক্ষা জীবনেই ক্যারিয়ারের মূল সিদ্ধান্ত নিতে হবে। স্বপ্নকে চেষ্টায় রূপান্তর করতে হবে, এর জন্য কৌশল নির্ধারণ জরুরি। কাজ করতে গিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে একসময় পরিপক্বতা আসে, কোনটা গ্রহণ করবো, কোনটা বর্জন করবো। 

সেমিনারে আইএসইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থী এবং আইটি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই