মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সিংড়ায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২২:১৪

নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক গত ২৪ ডিসেম্বর ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় নানা পেশার লোক নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক ইত্তেফাকের সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া থানার ওসি মিজানুর রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, বিলহালতি ত্রিমোহনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার, রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন আরিফ, গ্লোবাল টিভির প্রতিনিধি জুলহাজ কায়েম, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক রনজু আহমেদ, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক রবিন খান, দৈনিক সকালের সময় প্রতিনিধি লিটন আলী, দৈনিক কালবেলার সাংবাদিক মাহিদুল ইসলাম মানিক, দৈনিক সমাচার সাংবাদিক শুভ সরকার, দৈনিক রূপালী দেশ প্রতিনিধি আল আমিন হোসেন, যমুনা প্রতিদিন সাংবাদিক সুজিত সাহা, অন্যকণ্ঠ পত্রিকার সাংবাদিক মাসুদ রানাসহ অনেকে।

ইত্তেফাক/পিও