সাভারে বিল্ডিং কোড না মেনে নিয়ম ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ করতে নোটিশ দিয়েছে সাভার পৌরসভা। পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের গেণ্ডা মহল্লা এলাকায় ল্যাবরেটরি কলেজ কর্তৃপক্ষকে নির্মাণ কাজ বন্ধ রাখতে এ নোটিশ দেওয়া হয়।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে এ নোটিশ প্রদান করার কথা জানিয়েছেন সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গণি।
জারিকৃত নোটিশে বলা হয়েছে, পৌরসভার অনুমোদিত নকশা এবং পৌর নির্মাণ নিয়মনীতি উপেক্ষা করে ল্যাবরেটরী কলেজ ও রয়েল সিটি প্রোপার্টিজ লিমিটেড কর্তৃপক্ষ বহুতল ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। যা পৌর নির্মাণ আইনের সম্পূর্ণ পরিপন্থী। এমতাবস্থায় নির্মাণাধীন ভবনটির অনুমোদিত নকশাসহ যাবতীয় কাগজপত্র নিয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে পৌরসভার প্রকৌশল বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া পৌরসভার একজন প্রকৌশলীকে ৫ কর্ম দিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অভিযোগ উঠেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক) ও পৌরসভার নিয়ম না মেনে ল্যাবরেটরী কলেজের বহুতল ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবনটির নির্মাণ কাজের শুরুতেই দুইপাশের দুটি বাড়ির দেয়ালের ব্যাপক ক্ষতি করা হয়েছে। নকশা অনুযায়ী চারপাশে জায়গাও ছাড়া হয়নি। বরং সড়কের সঙ্গে লাগিয়ে সুয়ারেজ লাইন করায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুঁটিও ঝুঁকিতে পড়েছে। ব্যস্ততম সড়কের উপরে বালু, ইট ও রড রেখে যানবাহন এবং জনসাধারণ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
এদিকে অভিযোগ পেয়ে নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। সমস্ত প্রক্রিয়া শেষ করে ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পৌরসভার প্রধান প্রকৌশলী শরিফুল ইমাম বলেছেন, সাততলা অনুমোদন নিয়ে ভবনটির নির্মাণ কাজে শুরু থেকেই অনিয়ম করা হয়েছে। ২ পাশের ভবন মালিকরা এতে ক্ষতিগ্রস্ত। নকশা বহির্ভূত বাড়তি অংশ প্রয়োজনে ভেঙে ফেলা হবে।
সাভার ল্যাবরেটরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, তারা পৌরসভার নকশা অনুযায়ী কাজ করছেন। তবে নির্মাণ সামগ্রী রাখায় কিছু সমস্যা হচ্ছে। পৌরসভা কর্তৃক ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিশ প্রাপ্তির বিষয়টি তিনি স্বীকার করেছেন।