বরিশালে ১০ দফা দাবিতে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত বেশ কয়েক জন আহত হয়েছে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে সংঘর্ষের ঘটনা অস্বীকার করেছে নেতারা।
বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির গণঅবস্থান কর্মসূচির মঞ্চের সামনে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবু তাহের ও তার অনুসারীদের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মঞ্চের সামনে বসা ও শ্লোগান দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর দুই গ্রুপ মারামারি ও পরে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। একপর্যায়ে সিনিয়াররা এসে পরিস্থিতি শান্ত করে।
বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, এখানে কোনো মারামারি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১০ দফা দাবিতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সকাল থেকে গনঅবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেলসহ কেন্দ্রীয়, বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।