সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন হলো তসলিমা নাসরিন ‘অস্বাভাবিক’ পোস্ট করছেন। এর সঙ্গে আছে ‘বিষাদময় তিক্ততা’। নানা পোস্টে বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত হলেও এবার ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনায় তিনি।
সম্প্রতি ‘মৃত্যু’ নিয়ে রহস্যজনক কিছু ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন কখনো লিখেছেন, তার মৃত্যু হয়েছে। আবার কখনও লিখেছেন, মরণোত্তর দেহদানের কথা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে আবারো রহস্যজনক এক পোস্টে তিনি লিখেছেন, ‘এক মুহূর্তে একটি মৃত্যু ঘটেছিল। সেই মৃত্যু আমার উচ্ছল উজ্জ্বল জীবনকে গ্রাস করে নিয়ে একটি স্তব্ধ স্থবির জীবন ফেলে রেখে গেছে। এই জীবনটি আমার নয়, অথচ আমার। সেই মৃত্যুতে কেঁদেছিল আমার বোন। বোনের অনেকে আছে, পরিবার-পরিজন। বোনের চোখের জল ছাড়া আমার সম্পদ কিছু নেই।’
এর আগে, গত শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তসলিমা নাসরিন লিখেছেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে।’
পরদিন রোববার লেখেন, ‘আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে।’ বডি ডোনার পকেট কার্ডসহ একাধিক নথির ছবি ফেসবুকে পোস্ট করেন তসলিমা। এরপর আজ মঙ্গলবার দিলেন আরেক রহস্যময় স্ট্যাটাস।
এছাড়া তিনি বেশকিছু পুরোনো পোস্ট শেয়ার করছেন কয়েক দিন ধরে। একটি পুরোনো পোস্ট, যেটি লিখেছিলেন ২০১৬ সালের ১৫ জানুয়ারি, ওই পোস্টের শেষে লেখা ছিল, ‘বিশ্ব ব্রহ্মাণ্ডের কত কিছু, জগৎ ও জীবনের কত কিছু অজানা রেখে আমাদের চলে যেতে হয়!’
এদিকে, তসলিমা নাসরিনের অসুস্থতার খবরে অনেকে ধারণা করছেন, ওজন কমানোর চেষ্টা থেকে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার কিছু পোস্টের কমেন্টবক্সে সেই ধারণার কথা জানিয়েছেন অনেকে।