সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ফাঁকা গুলি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৩

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত সদর শহরের শান্তির মোড় ও সোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ ও ৩৫ রাউন্ড ফাঁকা গুলি চালায় র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য হলে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে তিন জন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ (নৌকা), জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক (আপেল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কামরুজ্জামান খান (টেলিভিশন)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিলো।

ইত্তেফাক/পিও