শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কিচেন ক্যাবিনেটের যত্নে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৬

অনেকে বাড়িতে বেশ শখ করে কিচেন ক্যাবিনেট তৈরি করান। কিন্তু ক্যাবিনেট তৈরি করার পর যত্ন না নিলে ভেতরে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাছাড়া নোংরা তো হয়ই। কিচেন ক্যাবিনেটের যত্ন নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি: 

  • রোজ রান্নাঘরে কাজ শেষ হওয়ার পর হালকা হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিন। এতে অতিরিক্ত ময়লা হওয়ার সুযোগ পাবে না কেবিনেট। মাসে একবার ভালো করে পরিষ্কার করে নিন। 
  • রান্না করার পর সামান্য ডিসওয়াশ পানিতে মিশিয়ে নিন। তাতে তোয়ালে ভিজিয়ে কেবিনেট মুছে নিতে পারেন। এ কাজ মাসে অন্তত একবার করুন সাবান দিয়ে।

  • কাঠের কেবিনেট পানি দিয়ে মুছতে হলে কাঠের গ্রেন যেদিকে সেই দিক অনুসারে মুছতে হবে।
  • রান্নাঘরে তেল, মশলা দিয়ে কাজ করার সময় টেক্সচার ও রঙ নষ্ট হয়। তাই বছরে দুবার ক্যাবিনেট ডিপ ক্লিন করতে হবে।
  • দীর্ঘদিন পর কেবিনেট মুছবেন; ঘটনা এমন হলে ভিনেগার ও পানির মিশ্রণ কার্যকর হবে।
    সবসময় ক্যাবিনেট পানি ও ময়েশ্চার মুক্ত রাখার চেষ্টা করবেন। 
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন