দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম সংগঠন ক্যারিয়ার ক্লাব কর্তৃক 'ক্যারিয়ার আলাপন পর্ব-০৫' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম-১ এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইমরান পারভেজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।
এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ, ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস শাখার পরিচালক অধ্যাপক ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার এবং সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ বিসিএস পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি অন্যান্য চাকরির প্রস্তুতি নিয়েও আলোচনা করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আলোচকবৃন্দের সকলেই হাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. মিরাজুল আল মিশকাত বলেন, আজকের অনুষ্ঠানটি আমাদের ক্যারিয়ার ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার গাইডলাইন হওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব।
এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে নিয়মিত সমন্বয়ের প্রত্যাশা করেন এবং ক্লাবটির জন্য একটি অফিসরুমের বরাদ্দ চান তিনি।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে 'ক্যারিয়ার আলাপন' অনুষ্ঠানের আয়োজন করে আসছে। অনুষ্ঠানটিতে হাবিপ্রবির সকল ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।