ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) হাল্ট প্রাইজ অনক্যাম্পাস ২০২৩-এর প্রথম রাউন্ড প্রোগ্রামের আয়োজন করেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম রাউন্ডের জজ প্যানেল ছিলেন শপআপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর এমডি রাকিবূদ্দৌলা চৌধুরী, লাফার্জহলসিমের জিওসাইকেল ডেপুটি ম্যানেজার আনিকা তাসনিম, স্টার্টআপ খুলনার ফাউন্ডার মেহেদী হাসান, লিংকডইন কমিউনিটি বাংলাদেশের (এলসিবি) কো-ফাউন্ডার ও ওয়াধানী ফাউন্ডেশনের সিনিয়র এসোসিয়েট শাহরিয়ার ইসলাম।
এই হাল্ট প্রাইজ প্রতিযোগিতার জন্য শীর্ষ ২০টি দলের এব্সট্রাক্ট নির্বাচন করা হয়। জজ প্যানেলদের মতামত অনুসারে, ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ অনক্যাম্পাস প্রথম রাউন্ডের জয়ী শীর্ষ ছয় দল- টিম সাসটেনেশন, টিম হ্ক ইনসাইটস, টিম ইনফিনিটি এন্ড বাউন্ড, টিম এনস্টাইল, টিম এট্রিয়াম, এবং টিম মিস্টবর্ন ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্টেড হয়।
ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ এর মিডিয়া পার্টনার 'দৈনিক ইত্তেফাক' এবং গোল্ড স্পন্সর 'সবুজ গ্লোবাল এডুকেশন বাংলাদেশ'।