গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানল ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। প্রতিনিয়তই বেড়ে চলছে হতাহত ও মৃত্যুর সংখ্যা। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুর্কি এবং সিরিয়ার জনগণের এমন দিশেহারা পরিস্থিতিতে এই দুই দেশের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সামাজিক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের আহ্বানে মাস্তুলের সহযোগীতায় ত্রান পৌঁছে দিয়েছে তুর্কী সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) কার্যালয়ে। মাস্তুলের পাঠানো এই ত্রাণের তালিকায় ছিলো, ৭ হাজার প্যাকেট শুকনো খাবার, ২০০ এর বেশি কাফনের কাপড়ের সাথে ২০০ এর অধিক কম্বল।
মাস্তুল ফাউন্ডেশন এর উদ্যোক্তা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী রিয়াজ রহমান বলেন, আমরা মানবতার কাজ করি। আমরা জানি একটি জাতির জন্য কতটুকু হৃদয় বিদারক হতে পারে দেশের হাজারো মানুষের লাশ দাফন করা। করোনাকালীন সময়ে আমরা তা উপলব্ধি করতে পেরেছি। আর তাই তুরস্কের এই বিপদের সময়ে আমরা তাদের পাশে থাকতে চায়।
তিনি আরও জানান, দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমরা কাজ করে গিয়েছি প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ দেশের মানুষের ভালোবাসা আমাদের কাজের অনুপ্রেরণা। এখন সময় এসেছে মানবতার জন্য কাজ করার এবং আমি বিশ্বাস করি আমার সম্প্রদায় থেকে বরাবরের মতো একই সাড়া পাবো।