শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হঠাৎ ইবি উপাচার্যের পিএসকে অব্যাহতি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের পিএস-১ উপ-রেজিস্ট্রার আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে উপাচার্যের কণ্ঠ সদৃশ্য শিক্ষক নিয়োগ সংক্রান্ত অডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এ সিন্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উপাচার্য স্যার তাকে পিএস পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। কি কারণে অব্যাহতি দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেটা আমি জানি না। জানার চেষ্টাও করি না। তিনি যে আদেশ দিবেন তা বাস্তবায়ন করাই রেজিস্ট্রারের কাজ। তবে নতুন করে কাউকে এ পদে নিয়োগ দেওয়া হয়নি।

অব্যাহতি দেওয়া প্রসঙ্গে উপ-রেজিস্ট্রার আইয়ূব আলী বলেন, অব্যাহতির বিষয়টি শুনেছি। কি কারণে করা হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কিছু জানি না। অফিস প্রধান অব্যাহতি দিতেই পারেন। অডিও ফাঁসের ঘটনায় অব্যাহতি দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না, বলতে পারবো না। 

 

ইত্তেফাক/পিও