সাতক্ষীরার তালায় শালিখা খাল পুনঃখননের কারণে পাশ্ববর্তী পাকা সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ধ্বসে পড়া সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খাল পুনঃখননের ফলে পাশের নির্মাণাধীন পাকা রাস্তা ভেঙে খালে বিলীন হয়ে যাচ্ছে। নির্মাণাধীন রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেজার দিয়ে সড়কের পাশ থেকে মাটি কেটে ফেলার কারণে নির্মাণাধীন রাস্তাটি ভেঙে পড়েছে। স্থানীয়রা মেশিন চালককে নিষেধ করলেও তিনি শোনেন নি। যার ফলে নির্মাণাধীন পাকা রাস্তাটি ভেঙে গেছে।
বিল্লাল হোসেন নাম এক পথচারী বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে হয়। ভেঙে যাওয়ায় এখন চলাচল করতে অসুবিধা হচ্ছে। বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। অনেকে চলাচলের সময় খালে পড়ে যাচ্ছেন। রাস্তাটি নিয়ে বিপদে রয়েছে এলাকার মানুষ। তারা দ্রুত রাস্তাটির সংস্কার চান।
রাস্তার ঠিকাদার মাজেদুল ইসলাম বলেন, রাস্তাটিতে পিচ দিলেই কাজ শেষ হয়ে যেত। খাল খননের ফলে নির্মাণাধীন পাকা রাস্তাটি ভেঙে পড়ছে। ভেঙে যাওয়ার কারণে রাস্তার কাজ এখন বন্ধ।
পানি উন্নয়ন বোর্ডের এসও জিয়াউর রহমান বলেন, খাল খনন করার পর রাস্তা ভেঙে পড়েছে। এখন কি আর করার।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, খাল খনননের ফলে প্রায় ৬০০ মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানালে তিনি সরেজমিন পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ রাস্তা বাদে বাকি রাস্তার নির্মাণ কাজ শেষ করতে বলেছেন। ক্ষতিগ্রস্থ রাস্তাটি দ্রুত সংস্কারের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলবেন।