সাভারের আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মানাধীন ভবনের ছাদ ধসে কমপক্ষে আটজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে আশুলিয়ার গনকবাড়ি এলাকায় অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেন।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, ভবন ধসের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। সেখানে একটি ১২ তলা ক্যান্সার হাসপাতাল ভবনের নির্মান কাজ চলছিলো। নির্মানাধীন ভবনটির ১০ তলার ছাদ ঢালাইয়ের জন্য করা সেন্টারিং ভেঙ্গে পড়ে অন্তত ৮ জন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্মানাধীন ভবনের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারসহ অন্য শ্রমিকরা পালিয়ে গেছেন।
ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রমিকরা নির্মানাধীন ১২ তলা ভবনের ১০ তলার ছাদ নির্মানের জন্য রড, কাঠ, বাঁশ দিয়ে সেন্টাররিং করছিল। এ সময় হঠাৎ করে ওই সেন্টারিংটি ভেঙ্গে পড়ে। তবে এতে কেউ নিহত হয়নি। কিন্তু আহত হয়েছে ৮/১০ জন শ্রমিক। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, ভবনটি হাসপাতালের জন্য করা হচ্ছে। ২০১৬ সাল থেকে এই ভবনের কাজ শুরু হয়। ঠিকাদারির কাজটি করছিলেন স্টার লাইট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে দেখা যায়নি।
এ ব্যাপারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের মহাপরিচালক দেবাশীষ পাল সাংবাদিকদের জানান, নির্মাণাধীন ভবনটি মেডিক্যাল ইন্সিটিটিউট করা হবে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।